শ্যামলবাংলা ডেস্ক : আমাদের দেহে নানা রোগের বসবাস। একবার যদি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পরেন, তবে রক্ষা পাওয়া বেশ কঠিন হয়ে পরে। তাইতো নিজেকে সুস্থ রাখতে সর্বদা সতর্ক থাকতে হবে।
জানেন কি? মারাত্মক কিছু রোগ প্রতিরোধ করার জন্য ঘরে থাকা ছোট একটি উপকরণই যথেষ্ট। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যান্সার ভয়াবহ আতঙ্কে প্রায় সব মানুষই থাকেন। জানলে অবাক হবেন, এসব রোগ থেকে বাঁচাতে এলাচই যথেষ্ট। শুধু এলাচই নিয়ন্ত্রণ করতে পারে এমন মারাত্মক রোগগুলো।
চলুন জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে এলাচের মাধ্যমে কঠিন রোগগুলো দূরে রাখার উপায়গুলো-
রক্তচাপ থেকে বাঁচতে :
যারা উচ্চ কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার খান, তারা উচ্চ রক্তচাপের শিকার হন। এক্ষেত্রে ভারি কিছু খাবারের পর যদি এলাচ খান, তাহলে নিয়ন্ত্রণে থাকবে আপনার ব্লাড সুগার লেভেল।
ফ্যাটি লিভার কমাতে:
এলাচ ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে। শরীরে অতিরিক্ত কোলেস্টেরল কমায় এলাচ। পাশাপাশি ভালো রাখে হৃদযন্ত্রকেও।
ওজন কমাতে চাইলে :
এলাচ ওবেসিটি কমায়। সঙ্গে কোমরের অতিরিক্ত মেদও ঝড়িয়ে দেয়। তাই সুন্দর ছিপছিপে শরীর পেতে এলাচ খাওয়া জরুরি।
হজমে সাহায্য করে :
এলাচ হজমের সমস্যাও মেটায়। এটি পাকস্থলীর আলসার বা ঘা নিরাময়েও কাজ করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে :
অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এলাচ শরীরের সেলগুলোকে রক্ষা করে। এমনকি শরীর থেকে টক্সিনগুলো বের করে দেয়। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
ক্যান্সার দূর করতে :
এলাচের গুঁড়া মানুষের শরীরের মধ্যে কিছু উৎসেচক তৈরি করে। যা দেহকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করে।