স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০ ফুটবলের কাপ পর্বের ফাইনালের দ্বিতীর লেগে টাইব্রেকার ভাগ্যে হেরে মেঘনা জোনের রানারআপ হয়েছে শেরপুর জেলা ফুটবল দল। ৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে হোম ভেন্যু শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে শেরপুর জেলা দল মাঝমাঠের খেলায়াড় ফেরদৌসের দেওয়া একমাত্র গোলে নেত্রকোনার বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করে। কিন্তু গত ৩১ জানুয়ারি নেত্রকোনা স্টেডিয়ামে প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে নেত্রকোনার বিপক্ষে ০-১ গোলে শেরপুর পরাজিত হওয়ায় ফাইনালের ফলাফল ১-১ গোলে সমতা বিরাজ করে। ফলে টাইব্রেকারের মাধ্যমে শিরোপা নির্ধারিত হয়। টাইব্রেকারে নেত্রকোনার চারজন খেলোয়াড় গোল করে। পক্ষান্তরে শেরপুরের প্রথম দুইজন গোল করলেও পরের দুইজনের শট প্রতিপক্ষের গোলকিপার ফিরিয়ে দিলে নেত্রকোনা জেলা দল ৪-২ গোলে জয়লাভ করে মেঘনা জোন চ্যাম্পিয়ন হয়।
জোন চ্যাম্পিয়ন হওয়ায় নেত্রকোনা জেলা দল বাংলাদেশ গেমস-২০২০ ও বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। অপরদিকে, শেরপুর জেলা দলকে জোন রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো। শেরপুরের বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করলেও হতাশ হয়েই বাড়ি ফিরতে হয় তাদের। খেলা শুরুর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ উভয় দলের সাথে পরিচিত হন এবং ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন।
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ মেঘনা জোনের কাপ পর্বে রানারআপ হওয়ায় শেরপুর জেলা দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ।