জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মৎস্য চাষীদের মাঝে মাছ ধরার উপকরণ বিতরণ করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সুলতানা লায়লা তাসনীম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের ১৮টি সিআইজি মৎস্য চাষী দলের মধ্যে ১৯৫ হাত করে বেড়জাল ও রশি বিতরণ করা হয়। ওইসময় মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষীদলের সদস্যবৃন্দ ও স্থানীয় সংবাদিকগণ উপস্থিত ছিলেন।