শ্রীবরদী (শেরপুর প্রতিনিধি) ॥ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ০২ ফেব্রুয়ারী রবিবার উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কৃষক ঢনঢনিয়া গ্রামের মৃত আশরাফ আলী মন্ডলের ছেলে।
জানা গেছে, কৃষক সেলিম মিয়া তার বাড়ির পশ্চিমে পার্শ্বে নিজস্ব সেচ পাম্পে পানি দিতে গেলে ওই সেচ পাম্পের আর্থিং তাড়ে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ সেলিম মিয়ার বাড়ি থেকে তার লাশ থানায় আসেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী জানান, ওই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।