স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কামারেরচর উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর এলাকাস্থ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আরফান আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম বিএসসি, সাংবাদিক আছাদুজ্জামান মোরাদ ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, প্রকৌশলী আবু রাশেদ রতন, অভিভাবক সদস্য আক্তারুজ্জামান, ইসমাইল হোসেন, আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক আঃ মোতালেব, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মরিয়ম খন্দকার সিমকি, রকিব হাসান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন। আলোচনা শেষে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়। পরে মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভী সহকারী শিক্ষক মেরাজ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি শিক্ষক মোস্তাফিজুল হক।