স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এইচকে রুমান উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। সেইসাথে তিনি বিদ্যালয়টির উন্নয়নে তার তরফ থেকে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন। এছাড়া প্রতিষ্ঠানের উন্নয়নে স্থানীয় সমাজসেবী ফজলুল হক ১০ শতক জায়গা দানে সম্মতি প্রকাশ করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। অন্যান্যের শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলী, এনামুল হক, আব্দুস সালাম ও রেজাউল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী ওমর ফারুক, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মিলন মাহমুদ।
পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবী মোশারফ হোসেন মিস্টু, মনোয়ার হোসেন, কাকন মিয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।