বিনোদন ডেস্ক : ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এর শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন ভারতীয় অভিনেতা রজনীকান্ত। বিয়ার গ্রিলসের সঙ্গে ওই শ্যুটিংয়ে তিনি কাঁধে ও পায়ের গোঁড়ালিতে আঘাত পান।‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’র একটি এপিসোডে দেখা যাবে রজনীকান্তকে। মঙ্গলবার কর্নাটকের বাঘ সংরক্ষণ প্রকল্প বান্দিপুর ন্যাশনাল পার্কে এই এপিসোডের শ্যুটিং হয়। এদিন সকালেই লোকেশনে পৌঁছ গিয়েছিলেন বিয়ার গ্রিলস এবং রজনীকান্ত।
গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি এপিসোডে দেখা যায় বিয়ার গ্রিলসকে। উত্তরাখণ্ডের একটি ন্যাশনাল পার্কে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে নৌকা করে নদী পেরোতে দেখা গিয়েছিল মোদিকে।