নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার দুপুরে নকলা পৌরসভার উদ্যোগে গড়েরগাও বাইপাস মোড় এলাকায় ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
উদ্বোধনকালে নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুন, ফেরদৌস রহমান জুয়েল ও প্রিন্সিপাল আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, সাধারণ সম্পাদক মির্জা বুলবুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ধরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে। ওই ভাস্কর্যটির উপরের দিকে থাকবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মধ্যের অংশে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের ছবি, নিচের অংশে থাকবে নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। আর ভাস্কর্যের চারদিকেই থাকবে আলোকসজ্জা।