স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ব্র্যাকের কর্মীদের আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী। এর নামাকরণ করা হয় ‘ধন্যবাদ আবেদ ভাই’।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল, এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, এডাব এর সভাপতি জয়নাল আবেদীন, ব্র্যাক, শেরপুরের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ। ,
সভার শুরুতে ব্র্যাক প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।