বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই কি বচ্চন পরিবারে আসতে চলছে নতুন অতিথি? আবারও মা হতে চলছেন ঐশ্বরিয়া রাই বচ্চন? নেটিজেনদের মধ্যে বাড়ছে এমন গুজবই উড়ে বেড়াচ্ছে এখন। এ গুঞ্জন উসকে দিয়েছেন ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন নিজেই। সম্প্রতিক একটি টুইট করেন তিনি। অভিষেক তার টুইটার অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট লিখেছেন, ‘বন্ধুরা, তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ রয়েছে।’ কী সেই সারপ্রাইজ? এর পরই জল্পনার শুরু। কেউ কেউ তো কৌতূহল চেপে রাখতে না পেরে সরাসরি প্রশ্নই করে ফেলেছেন অভিষেককে? ওই পোস্টের কমেন্ট সেকশনে লিখেছেন, ‘তোমার মেয়ের জন্য ভাই/বোন?’ আবার কেউ লিখেছেন, ‘ওয়ান মোর জুনিয়র বচ্চন অন দ্য ওয়ে’?
শুধু ঐশ্বরিয়ার মা হওয়ার জল্পনাই নয়, ছোট বচ্চনের ওই টুইটে একজন জানতে চেয়েছেন এটা ‘ধুম ৫’ আসার সারপ্রাইজ কি না। অনেকেই বলছেন, অভিষেকের পরবর্তী ছবি ‘বব বিশ্বাস’র কথা ভেবেই ওই টুইট করেন অভিনেতা। সুজয় ঘোষের কন্যা অন্নপূর্ণা দিয়া ঘোষ পরিচালিত ‘বব বিশ্বাস’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন অভিষেক। এটি প্রযোজনা করছেন শাহরুখ খান। গত বৃহস্পতিবার কলকাতায় এসেছেন অভিষেক এ ছবির শুটিংয়ের জন্য। বর্তমানে শুটিং চলছে।