স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম জয়নুল আবেদীন ও সদস্য আবু হানিফের মাতা জরিনা বেগম (৮৩) বার্ধক্যজনিত কারণে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শেরপুর সদর উপজেলার চরশেরপুর টাঙ্গারিয়াপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৫ কন্যা সন্তানসহ নাতি-নাতনী এবং গুণগ্রাহী রেখে যান। তিনি ছিলেন প্রেসক্লাব ও জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনের শ্বাশুড়ী।
পরদিন শুক্রবার সকাল ১০টায় টাঙ্গারিয়াপাড়া জামে মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম আজফার বাবুল, এসএম শহিদুল ইসলাম, সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীসনর সভাপতি আলহাজ্ব মো: আব্দুর রেজ্জাক, সাবেক ব্যাংকার আলহাজ্ব মো: জমশেদ আলী, প্রবীণ আওয়ামী লীগ নেতা এমএ বারী, সমাজসেবক আব্দুস ছাত্তার, স্থানীয় ইউপি সদস্য মুহুর আলী মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও জেলা জমিয়াতুল মোদার্রেছীসন’র সভাপতি মাওলানা মোঃ নুরুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।