স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলায় ২০১৮/১৯ অর্থ বছরের সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামুল্যে বালাই নাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারী বুধবার বিকালে শেরপুর জেলা পরিষদের সহায়তায় পৌর শহরের জেলা পরিষদ সদস্য কোহিনুর বেগমের নিজ বাস ভবন সংলগ্ন অফিসে ওইসব স্প্রে মেশিন বিতরণ করা হয়। বিনামুল্যে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী, উপ-সচিব সাইয়েদ এ.জেড মোর্শেদ আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা পরিষদ সদস্য কোহিনূর বেগমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের সহকারি প্রকৌশলী এ.কে.এম মান্নান, সার্ভেয়ার সাইফুল ইসলাম, মাসুদুর রহমান লাজু তালুকদার, বাবুল মিয়া প্রমুখ।
জানা যায়, ওইদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১টি করে বালাই নাশক স্পে মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।