স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু প্রধান অতিথি ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান, জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, যুবলীগ নেতা আনোয়ার হোসাইন প্রমুখ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছানোয়ার হোসেন মিনাল, মমতাজ আলী, ইউসুফ আলী ফকির, শাহিনুর আলম শাহীন ও সহকারী শিক্ষক বাবুল মাস্টারের সার্বিক ব্যবস্থাপনায় বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে কারিমুল হাকিম, নিখোজা খাতুন, আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা সভাপতি আব্দুল কুদ্দস মোয়াজ, মুজিবুর রহমান, তানভীর আহমেদ পাপ্পু প্রমুখ। ওইসময় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৯ সালে এ বিদ্যালয় থেকে ৯৭ ভাগ ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল। এবারও এ বিদ্যালয় থেকে শতভাগ ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবে বলে আশা প্রকাশ করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের পরীক্ষার্থীর সংখ্যা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা মিলে ১৪০ জন।