ads

বুধবার , ২২ জানুয়ারি ২০২০ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ প্রজন্ম সংসদ অধিবেশনে শেরপুর থেকে অংশ নিচ্ছে তিফা ও নাফিউর

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০২০ ১১:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ইউনিসেফ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন গঠিত বাংলাদেশ প্রজন্ম সংসদের আসন্ন অধিবেশনে শেরপুর-১ (সদর) আসন থেকে অংশ নিচ্ছে ক্ষুদে সাংবাদিক তাশফিয়া তারান্নুম তিফা ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে অংশ নিচ্ছে নাফিউর রহমান। এছাড়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্থানীয় কাউকে না পাওয়ায় রাহাত পারভেজ অর্ণব শেখ নামে ময়মনসিংহ বিভাগের একজনকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। আগামীকাল ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় ন্যাশনাল পার্লামেন্ট মেম্বারস ক্লাবে প্রজন্ম সংসদের জাতীয় অধিবেশনে শেরপুরের পক্ষ থেকে শিশুদের সমস্যা ও অধিকার বাস্তবায়নে কথা বলবে। এছাড়া শেরপুর থেকে আরও ১৫ জন ক্ষূদে শিক্ষার্থী ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন আসনের প্রতিনিধিত্ব করবে।

Shamol Bangla Ads

তাশফিয়া তারান্নুম তিফা শেরপুর শহরের মাধবপুর এলাকার আব্দুল হালিম মিয়া ও মারুফা খাতুন দম্পতির ছোট মেয়ে। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিপড়ুয়া তিফা হ্যালোবিডিনিউজ ও শ্যামলবাংলা২৪ডটকম এ ক্ষুদে সাংবাদিক হিসেবে কাজ করছে। এছাড়া সে এনসিটিএফ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ ইউনিসেফের ভলান্টিয়ার হিসেবেও কাজ করে যাচ্ছে। আর নাফিউর রহমান শহরের গৃর্দানারায়ণপুর এলাকার আবু রায়হান মোঃ মোস্তাফিজুর রহমান ও সুর্বনা বিনতে আক্তারের ছেলে। সে এ বছর নবারুণ পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রজন্ম সংসদের অধিবেশনে অংশ নেয়া প্রসঙ্গে তারা জানায়, অধিবেশনে শিশুদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি সামাজিক সচেতনতা বিষয়ক আলোচনা তুলে ধরবে তারা।
উল্লেখ্য, বাংলাদেশ প্রজন্ম সংসদের জাতীয় অধিবেশনে বাংলাদেশের ৩শ সংসদীয় আসনে ক্ষুদে প্রতিনিধিরা অংশ নেবে। ইউনিসেফ বাংলাদেশ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহায়তায় অনুষ্ঠিত ওই অধিবেশনে শিশুদের সমস্যা তুলে ধরা ও শিশুদের অধিকার বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করা হবে। বাংলাদেশ প্রজন্ম সংসদের মূল উদ্দশ্য হলো যারা আইন প্রণেতা ও নীতিনির্ধারক তাদের সাথে এই শিশুদের সরাসরি সংযোগ তৈরি করা। যেনো তাদের সমস্যা ও অধিকার বাস্তবায়ন সম্পর্কে জানাতে পারে, এবং সমস্যা অনুযায়ী সুরাহা করতে পারে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!