শ্যামলবাংলা ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়। এরই মধ্যে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করে সাফল্য পেয়েছেন। সম্প্রতি ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং করতে তিনি বাংলাদেশে এসেছেন।
বিএফডিসিতে শুটিং করছেন তিনি। এই সিনেমার একটি দৃশ্যে হামলার শিকার হন শ্রাবন্তী। একটি স্থিরচিত্রে দেখা যায়- মাথা ফেটে রক্ত ঝরছে, ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অথচ তারপরও শ্রাবন্তী হাসছেন। সোশ্যাল মিডিয়ায় এমন ছবি প্রকাশ পেলে অনেকেই মন্তব্য করেছেন-শ্রাবন্তীর এ কি হাল!
গত ১৮ জানুয়ারি সকালের ফ্লাইটে ঢাকায় এসে সরাসরি বিএফডিসিতে শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। টানা ১৫ দিন শুটিং হবে। এরপর সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে বলে জানা গেছে। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান।