শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল। তিনি একাধারে সংগীত শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও অভিনয়শিল্পী। নিজের একাগ্রতা আর দক্ষতায় দেশের সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন স্তরে রেখেছেন সফলতার ছাপ। এবার সবক্ষেত্রে সমাদৃত এই সঙ্গীত শিল্পীর নিজস্ব নামে যাত্রা শুরু করেছে এস আই টুটুল অফিশিয়াল (SI Tutul Official) নামের একটি ইউটিউব চ্যানেল।
নিজের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু নিয়ে জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী জানিয়েছেন, এখন থেকে তার জনপ্রিয় গানগুলো পাওয়া যাবে এই চ্যানেলে। একইসাথে তার ওই চ্যানেলে সবাইকে যুক্ত হবার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের নামে আগে থেকেই একটি অফিশিয়াল ফেসবুক ভেরিফাইড পেজ (facebook.com/situtul) ছিলো টুটুলের। এবার তার গুনগ্রাহী ও ভক্তদের সাথে সরাসরি যোগাযোগের সুবিধা বাড়াতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের নামে (facebook.com/situtul.net/) একটি আইডি খুলেছেন ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় চলচিত্র সেরা সঙ্গীত পরিচালকের এবং ২০১০ সালে সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভূষিত হওয়া এই সঙ্গীতশিল্পী।