বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেতা দীপঙ্কর দে (৭৫) দীর্ঘ ২২ বছর একসঙ্গে থাকার পর অভিনেত্রী দোলন রায় (৪৯) কে গত ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বিয়ে করেছন। তবে বিয়ের পর ২৪ ঘণ্টা পার না হতেই অসুস্থ হয়ে পড়েছেন দীপঙ্কর। ১৭ জানুয়ারী শুক্রবার বিকেলে কলকাতার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এ অভিনেতাকে। দীপঙ্করের অসুস্থতায় ভেঙে পড়েছেন স্ত্রী দোলন।
দীপঙ্করের স্ত্রী দোলন বলেন, দীপঙ্কর দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত। শুক্রবার বিকেল বেলা হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে আইসিইউতে রয়েছে।
এর আগে বৃহস্পতিবার ঘরোয়া ভাবে কাছের কিছু বন্ধুদের নিয়ে বিয়ের কাজ সারেন ওই জুটি। ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করেন দীপঙ্কর-দোলন। এদিন দীপঙ্কর পরেছিলেন সাদা পাজামা-পাঞ্জাবী। দোলনও কিছু কম যান না। বরকে টেক্কা দিয়ে তিনি পড়েছিলেন লাল রঙের বেনারসি। সঙ্গে মানানসই গয়না।