শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে সিদ্ধান্ত পাল্টাল নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার দুই সিটির ভোট গ্রহণের দিন ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল সোয়া ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত (মাগরিবের বিরতিসহ) বৈঠকের পর সিইসি নির্বাচনের পুনঃতফসিলের সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি বলেন, বিষয়টি খুবই জটিল ছিল বলেই সময় লেগেছে। ৩০ জানুয়ারি পূজার দিন ভোট নির্ধারণের ব্যাখ্যায় তিনি আবারও বলেন, সরকারি ক্যালেন্ডার দেখে তারা ভোটের দিন ঠিক করেছিলেন। সরকারি ক্যালেন্ডারে পূজা ২৯ জানুয়ারি দেখানো হয়েছিল।
সাংবাদিকরা জানতে চান, কোন গ্রাউন্ডে নির্বাচন পেছানো হলো? সিইসি জানান, কোনো গ্রাউন্ড নেই। নির্বাচন পেছানোর দাবিতে দুই সপ্তাহজুড়ে শিক্ষার্থীদের টানা আন্দোলন, ইসি ও আদালতে একের পর এক আবেদন এবং বিভিন্ন মহলের তীব্র্র সমালোচনার পর ইসি এ সিদ্ধান্ত নিল।
যদিও দাবি ওঠার শুরু থেকেই নির্বাচনের দিন পরিবর্তনের বিষয়ে এত দিন অনড় অবস্থানে ছিল ইসি। এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের দিন পরিবর্তনে তার দলের কোনো আপত্তি নেই। এদিকে, এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চার মেয়র প্রার্থী। সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
