স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের নয়া কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে হাসানুর রহমানকে সভাপতি ও আব্দুর রাকিবকে সাধারণ সম্পাদক ও সুজন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ১১ জানুয়ারি শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক চিঠিতে এক বছর মেয়াদী ওই কমিটি অনুমোদন দেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, ছাত্রলীগের শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।