শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা সিটি নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পূজার বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ওই কথা বলেন তিনি।
ওইসময় ঢাকার ২ সিটির নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরতদের আদালতের রায় মেনে নেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন- সেটা নিশ্চয়ই তাদের বিবেচনা করা উচিত ছিল এবং তাদের বিবেচনার ভিতরে কোন ফাকফোকড় আছে কিনা তা দেখা উচিত ছিলো আদালতের। ইতিমধ্যে আদালত আদেশ দিয়েছেন। ধর্মীয়ভাবে যারা সংক্ষুব্ধ হয়েছেন, আমি তাদের অনুরোধ করবো আদালতের আদেশ মেনে অনেক প্রত্যাশিত সিটি করপোরেশন নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন।
ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন হোক এটা সবারই প্রত্যাশা। নির্বাচন ঘিরে ঢাকার দুই সিটিতে উৎসবমুখর পরিবেশও বিরাজ করছে। আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।