ফেসবুকে প্রেম
মোঃ আল আমিন রাজু
……………………………………….
শুক্রবারে এফবিতে হাই-হ্যালো
শনিবারে করছো প্রেম,
রবিবারে তোমার ন্যাকামো ছবি নিয়ে
ফেসবুকে খেলছে নানান গেম।
আজ যাকে এফবির ফাঁদে
ভালবাসি বলছো,
মরীচিকার মিথ্যা ছলনায়
অন্ধকারে তুমি ডুবছো ৷
অজানা ভালবাসায় বিভোর হয়ে
তার আশা পূরণ করছো,
ভুল মানুষের আবদার রাখতে
তোমার নগ্ন ছবিও তাকে দিচ্ছো।
সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আজকাল
যেসব ভালবাসার আবাদ
সেথায় তো নেই ভালবাসা
শুধু আছে নর মাংসের স্বাদ।
ভার্চুয়াল প্রেমে সাড়া দিয়ে
চলে যাচ্ছো দূর অজানায়,
অসহায় অবলা পেয়ে দুষ্টেরা
তোমার সর্বস্ব লুটে পালায়।
যে প্রিয় বন্ধুটি তোমায়
বাধ্য করলো বিছানায় যেতে,
গোপন চিত্র ধারণ করে বারংবার
ব্ল্যাকমেইল করবে তোমাকে।
সরল মনে ভালবেসে
প্রতারণার ফাঁদে পড়ছো,
তারই আঘাত সইতে না পেরে
ভুল সিদ্ধান্ত নিচ্ছো।
দোহাই তোমায় লক্ষ্মী বোনটি
আর করোনা এমন ভুল,
যে কারনে দু’জগতে
দিতে হবে চরম মাশুল।