শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০ এর আওতায় শেরপুরের শ্রীবরদীতে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি সোমবার জেলা ক্রীড়া অফিস আয়োজিত কুরুয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে ওই অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার। খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক অফিসার আলহাজ্ব মো. রুহুল আলম তালুকদার।
কুরুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, কুরুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জু মিয়া ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন।
অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলায় উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮১ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। এতে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয় কুরুয়া উচ্চ বিদ্যালয় দল এবং রানার্স আপ হয় ভারেরা এসপি স্কুল এন্ড কলেজ দল। বৌছি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বালিয়াচন্ডী এএপি উচ্চ বিদ্যালয় দল ও রানার্স আপ হয়েছে কুরুয়া উচ্চ বিদ্যালয় দল। পরে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ বিভিন্ন খেলায় অংশ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।