শ্যামলবাংলা ডেস্ক : ছোটপর্দা তথা নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে এর আগে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের সিনেমায় দেখা গেছে। ছবিটি মুক্তির কয়েকবছর পেরিয়ে গেলেও নতুন চলচ্চিত্রে দেখা মেলেনি তার। ফের এ অভিনেতাকে চলচ্চিত্রে দেখা মিলবে। এবােরর ছবিতে তার নায়িকা থাকছেন নুসরাত ফারিয়া।
‘যদি…কিন্তু…তবুও’ শিরোনামের সিনেমাটি হলে মুক্তি পাবে না। এটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য নির্মাণ করবেন নির্মাতা শিহাব শাহীন। বিয়ের আগের দিন বর যখন সিদ্ধন্তহীনতায় ভোগেন তখন কি হতে পারে, এমন অভিজ্ঞতায় চলচ্চিত্রটির গল্পে তুলে ধরবেন এ নির্মাতা।
চলচ্চিত্রটির ব্যাপারে শিহাব শাহীন জানান, ফেব্রুয়ারির শেষ নাগাদ এ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। ঢাকা, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণের কাজ করা হবে। এপ্রিলে পহেলা বৈশাখে চলচ্চিত্রটি মুক্তির দেয়ার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে অপূর্ব বলেন, ছবিটির বিষয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে, তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। যেহেতু সাইনিং হয়নি তাই এটা নিয়ে আর কিছু আপাতত বলতে চাচ্ছি না। সাইনিংটা যখন হবে এরপর সেটার একটা লক্ষ্য থাকবে যে কাজটা করছি, সেসময় প্রস্তুতিও নিতে হবে।
জানা যায়, ‘যদি…কিন্তু…তবুও’ চলচ্চিত্রটিতে অপূর্ব-ফারিয়া ছাড়াও অভিনয় করতে যাচ্ছেন তারিক আনাম খান, সাবেরি আলম, সাফায়েত মনসুর রানাসহ অনকে।