নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় রমজানি বেগম কাঞ্চনি (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলার বারইকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় ছোবাহান উদ্দিনের কন্যা ও বারইকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলো।
জানা যায়, রবিবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে কাঞ্চনি তার পড়ার রুমে যায়। এদিকে অনেকক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে তার বাবা হঠাৎ ঘরের ভিতরে প্রবেশ করে দেখে কাঞ্চনি গলায় ফাঁস দিয়ে ঘরের ধর্নার সাথে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।