স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৪২৪৫) নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ দুলাল মিয়া ও বিশিষ্ট ব্যবসায়ী সাদুজ্জামান সাদী। এতে সভাপতিত্ব করেন জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মলিন্দ্র চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক আকাসুর রহমান আকাশ, কোষাধ্যক্ষ আবু হাসান, প্রচার সম্পাদক রাজা মিয়া, দপ্তর সম্পাদক আফসর আলীসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জামালপুরের রুমানা সাইজি, শেরপুরের চৈতী দেওয়ান, শিরীন শারমিন, নাঈম সরকার ও মিনাল সরকার। নাচ পরিবেশন করেন মৌসুমী আক্তার ও লিজা মনি।