নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী-২০২০ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নকলা উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান। সভায় জানানো হয়, মুজিব বর্ষ-২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু অলিম্পিয়াড-২০২০ উল্লেখযোগ্য। আলোচনা সভায় বঙ্গবন্ধু অলিম্পিয়াড-২০২০ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আবুল কালাম আজাদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি অধ্যাপক আলহাজ শফিকুল ইসলাম দুলাল, সদস্য অধ্যক্ষ লুৎফর রহমান প্রমুখ।
আলোচনায় ৮ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি দিবসের স্মৃতিবিজরিত বিভিন্ন ঘটনার বর্ণনা করা হয়। বক্তারা তৎকালীন পাকিস্থানী স্বৈরশাসকের প্রতি ধিক্কার জানানোর পাশাপাশি, তৎকালে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ অবদানের কারনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারামুক্ত হয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং বিশ্ববন্ধু খ্যাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ওইসময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি মনসুর আলী, আব্দুল হাকিম, ফকির রেজাউল করিম ও মুহাম্মদ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফকির ওবায়দুল হক ও মোশারফ হোসাইন, প্রচার সম্পাদক মুহাম্মদ আইয়ুব খাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক আলী আকবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল উদ্দিন, নির্বাহী সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম শ্যামলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।