শ্যামলবাংলা ডেস্ক : তরুণ প্রজন্মের অন্যতম ব্যস্ত ও আলোচিত গায়িকা স্মরণ। স্মরণ তার গায়কী দিয়েই খুব সহজেই দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন আপন মহিমায়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ” উদীয়মান সূর্য’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১১মার্চ; ২০২০। আর এ চলচ্চিত্রটিতে আহসান হাবীব এর সুরও সঙ্গীত আয়োজনে “এ কি ভুল আমি বলো করেছি ” নামের গানটিতে কন্ঠ দিয়েছেন। এ ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক শফিউল আযম শফিক। এ প্রসঙ্গে স্মরণ বলেছেন; মুক্তিযোদ্ধাভিওিক চলচ্চিত্র এর গান কন্ঠ দিতে পরে গর্বিত। দেশের প্রতি সব সময়ই আমার আলাদা একটা মমত্ববোধ কাজ করে। নতুন বছরের প্রত্যাশা নিয়ে স্মরণ বলেন; নতুন বছরে ভালো ভালো কাজ করে আরও অনেকদূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। বিগত বছরেও বেশ কাজ করেছি। এবছরও আশা করছি এর ব্যতিক্রম হবে না। উল্লেখ্য; স্মরণ বিভিন্ন টিভি চ্যানেল এর অনুষ্ঠান ও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।