স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নকলা উপজেলার সাইলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ জেলা চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সদরের উপমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে নকলার সাইলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে ঝিনাইগাতী উপজেলার কালাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি গোলশুন্য অমিমাংসিত ছিলো। টাইব্রেকারে সাডেন ডেথে খেলার নিষ্পত্তি হয়। এ খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানারআপ ঝিনাইগাতীর কালাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝমাঠের খেলোয়াড় মো. নাইম মিয়া। অপরদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে শেরপুর সদরের উপমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নকলার ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। রানারআপ ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝমাঠের খেলোয়াড় খাদিজাতুল কোবরা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস জেলা পর্যায়ে এ খেলার আয়োজন করে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি এবং মেডেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম. এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার এবং বিভিন্ন পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
