স্টাফ রিপোটার ॥ শেরপুরে বেলুন ফুলাতে গিয়ে গলায় বেলুন আটকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে শাওন নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ জানুয়ারি বুধবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাওন স্থানীয় শেখ ফরিদের ছেলে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের শেখ ফরিদের ছেলে শাওন বেলুন দিয়ে খেলছিল। ওইসময় বেলুন ফোলাতে গেলে হঠাৎ অসাবধানতাবশত ওই বেলুন শাওনের গলায় ঢুকে আটকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। পরে শাওনের বাবা-মা তার গলায় আটকে যাওয়া বেলুন বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।