ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২০ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তপন চৌধুরী ও আঁখি আলমগীরের জন্মদিন আজ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০২০ ৭:৫৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক : আজ ৭ জানুয়ারি (মঙ্গলবার) জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপন চৌধুরী এবং আঁখি আলমগীরের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। এবারের জন্মদিনটি আঁখি আলমগীরের কাছে একদম ব্যতিক্রম। কিছুদিন আগেই তিনি দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর আগে আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ৩৫ বছর পর পেলেন শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে। তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির পর এবারই প্রথম জন্মদিন উদযাপন করছেন তিনি। তবে এবারের জন্মদিন শুধুই পরিবারের সঙ্গে কাটবে বলে জানিয়েছেন আঁখি আলমগীর।
‘ভাত দে’ সিনেমাতে অভিনয় করেছিলেন আঁখি আলমগীর। আবার একই সিনেমায় গান গেয়েছিলেন তপন চৌধুরী। এই সিনেমায় ‘কতো কাঁদলাম কতো গো সাধলাম আইলানা’ গানটি তপন চৌধুরীর কন্ঠে সেই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তপন চৌধুরী কানাডা থেকে কিছুদিন আগে দেশে এসেছেন স্টেজ শো’তে অংশ নিতে।

Shamol Bangla Ads

তপন চৌধুরী বলেন, জন্মদিন এলে আমার বাবা, মাকে খুব বেশি মনে পড়ে। মনে পড়ে আমার গানে ওস্তাদ স্বর্গীয় প্রিয়দা রঞ্জন সেন, ওস্তাদ মিহির লালা’সহ আমার আজকের এই পর্যায়ে আসার নেপথ্যে যাদের কিছুটা হলেও অবদান রয়েছে তাদের। জন্মদিনে সবার কাছে আশীর্বাদ চাই যেন ঈশ্বর আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর সবাই যেন ভালো থাকেন, দেশের জন্য নিবেদিত থেকে কাজ করে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিত করে তুলেন।

আঁখি আলমগীর বলেন, সত্যি বলতে কী বছরজুড়ে পেশাগত কাজ নিয়ে এতো বেশি ব্যস্ত থাকি যে নিজেকেই হারিয়ে ফেলি। দায়িত্ব পালন করতে গিয়েই আসলে এমন হয়। তাই এবারের জন্মদিনে কোন কাজ রাখিনি। পরিবারকেই সময় দিবো। দিনটাকে নিজের মতো করে উপভোগ করব। আর আল্লাহর বিশেষ রহমত যে, বছরজুড়েই স্টেজ শো’তে ব্যস্ত থাকি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও যে আমার গান শুনেন, আমার বাবার নামটি শ্রদ্ধার সাথে উচ্চারণ করেন এটাই অনেক বড় প্রাপ্তি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!