ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জন্ম শতবর্ষ মুজিব দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৭ জানুয়ারি মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহাজ উদ্দিন সাজু, সাধারন সম্পাদক জয়নাল আবদীন প্রমুখ।
আগামী ১০ ও ১১ জানুয়ারী দুদিনব্যাপী মুজিব দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। সভায় সরকারি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠণের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।