ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরের ঝিনাইগাতীতে দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা কামাল, ওসি আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগণ। এ মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে ষ্টল স্থাপন করা হয়।
