শ্যামলবাংলা ডেস্ক ॥ পাঠকপ্রিয় দৈনিক কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গনের ২৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা জানাবে দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল)। এর মাঝে রয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও চিত্রনায়িকা ববিতা। চলচ্চিত্র, নাটক ও সংগীতে বিশেষ অবদান রাখার জন্য ওই ৩ গুণীকে এ বিশেষ সম্মাননা জানানো হচ্ছে। আগামী শুক্রবার (১০ জানুয়ারি) বসুন্ধরা কনভেনশন সেন্টারের রাজদর্শন (হল-৩) হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান উপস্থিত থাকবেন। ওইদিন উত্তরীয় পরিয়ে গুণীজনদের হাতে ক্রেস্ট ও নগদ ১ লাখ টাকা তুলে দেওয়া হবে।