ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হয়েছে। ৬ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার করিমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী। তাদের বাড়ি বোয়ালমারী উপজেলায়। নিহতরা হলেন– ডা. শরিফুল ইসলাম (৪৫), তার মেয়ে তাবাসসুম (৮), ভাগ্নি তানজিলা (১৮), শ্যালিকা পাপিয়া (১৪), শরিফুলের বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টর মো. ফারুক হোসেন (৪৩) ও মাইক্রোবাসের চালক নাহিদ।
হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশা এবং বাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।