স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রসিদ্ধ বস্ত্র ব্যবসা প্রতিষ্ঠান জননী বস্ত্রালয়ের নবরূপে সজ্জিত শো-রুমের উদ্বোধন করা হয়েছে। ৫ জানুয়ারি রবিবার বিকেলে শহরের নয়আনী বাজার এলাকার পোদ্দার কমপ্লেক্সের দোতলায় স্থাপিত শো-রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, সকল পেশা ও ব্যবসার ক্ষেত্রে নীতি-নৈতিকতা বজায় থাকলে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সম্ভব হয়। তাই এক সময় ক্ষুদ্র পরিসরে স্থাপিত জননী বস্ত্রালয় আজ বৃহৎ পরিসরে রূপান্তরিত হয়েছে। সততা, ন্যয়, নীতি ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির কর্ণধারদের প্রতি আহবান জানান তিনি।

এ উপলক্ষে পোদ্দার কমপ্লেক্সে শেরপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ পোদ্দারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, পিপি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান রওশন ও জননী বস্ত্রালয়ের পরিচালক চন্দন কুমার সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল মজিদ খোকন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শিল্প ও বণিক সমিতির পরিচালক বশিরুল ইসলাম শেলু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে ভানুসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
