জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় নকলা উপজেলা পণ্য বিপণন ও মনিটরিং কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন সরকারের যুগ্ম-সচিব (সদস্য, বাংলাদেশ ট্যারিফ কমিশন) শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী। ৫ জানুয়ারি রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, খন্দকার জসীম উদ্দিন মিন্টু, শফিউল আলম লাভলু, শফিউজ্জামান রানা প্রমুখ।
সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, বদরুজ্জামান, শামসুর রহমান আবুল, আনিছুর রহমান সোজা, রেজাউল করিম হীরা, সাজু সাঈদ সিদ্দিকী, ফয়েজ মিল্লাত, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলম, উপজেলা পণ্য বিপণন ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সংবাদিকগণ উপস্থিত ছিলেন।