শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা জেলায় জন্ম মারিয়া নূররে। বেড়ে ওঠাও এখানটায়। লালমাটিয়া গার্লস স্কুল থেকে মাধ্যমিক আর ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনে। সেখান থেকে ডিপ্লোমা করে পা বাড়ান বিনোদন জগতে।

যদিও রেডিও জকি হিসেবে তার মিডিয়া জগতে অভিষেক হয়। এরপর টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে পান জনপ্রিয়তা। কাজ করেছেন একাধিক ক্রিকেট শো’তে। সেই মারিয়াই এবার ভিন্নধর্মী খবরের শিরোনামে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটা ‘ক্যাপশন ছবি’ পোস্ট করেন মারিয়া। যেখানে তিনি লিখেছেন, ‘একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে লোশন লাগান, চামড়া ভালো থাকবে।’ এর আগে থার্টিফার্স্ট নাইটে কিছুটা খোলামেলা পোশাকে নেচে তুমুল আলোচনার জন্ম দেন মারিয়া।
