শনিবার , ৪ জানুয়ারি ২০২০ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সামাজিক সচেতনতার কাজেই ব্যস্ত বাঁধন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০২০ ১:১৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন পর্দায় নেই দুই বছরের বেশি সময় ধরে। তবে বিরতির এ সময়ে সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে নিজেকে সরব রেখেছেন তিনি। কিছুদিন আগে ইউএনডিপির মতো আন্তর্জাতিক সংস্থার ব্যানারে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কক্সবাজারে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে তরুণদের ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করার বিষয়ে কথা বলেছেন তিনি। এছাড়া অন্য একটি দেশীয় এনজিওর হয়েও এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এতে তিনি শীর্ষ পর্যায়ের একটি পদে আসীন আছেন।
এছাড়া সম্প্রতি সাইবার জগতে যে মানুষ হেনস্তার শিকার হচ্ছেন নিয়মিত, এ নিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের ভাবনা বিনিময় করেছেন। প্রতিটি সচেতনতামূলক কর্মকাণ্ডের জন্যই সবার সহযোগিতা ও সমর্থন পাচ্ছেন বাঁধন।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শোবিজে কাজ করার কারণেই আগে থেকে সবাই আমাকে চেনেন। আমি কয়েক বছর ধরে সচেতনতামূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখার চেষ্ট করে যাচ্ছি। যেহেতু মিডিয়াতে এখন তেমন ব্যস্ততা নেই আমার, তাই এ ধরনের কাজে সময় দিচ্ছি। সবাই আমার এ কাজগুলোকে ইতিবাচকভাবেই দেখছেন। এ ধরনের কাজ করে যেতে চাই আমৃত্যু। আমার কর্মকাণ্ডের কারণে একটি মানুষও যদি সচেতন হন, সেটিই আমার অর্জন। সমাজের অন্যায়, অসঙ্গতি দূর করার প্রত্যয় নিয়েই এগিয়ে যেতে চাই। এ বিষয়ে সবার সমর্থন ও সহযোগিতা চাই।’ অন্যদিকে গত বছর অনেকটা গোপনেই একটি সিনেমায় অভিনয় করেন বাঁধন। আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় নির্মিত ছবিটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে।
এর আগে ক্যারিয়ারের শুরুর দিকে ‘গহীন অরণ্যে’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন বাঁধন। এছাড়া চলতি বছর অভিনয়ে ব্যস্ত হওয়া

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!