স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের অংশ হিসেবে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার বিকেলে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম।
অনুষ্ঠানে জেলা বিএমএ সভাপতি এমএ বারেক তোতা, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, তৌহিদুর রহমান বিদ্যুৎ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুলসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, অন্যান্য কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় পৌরসভার ৬নং ওয়ার্ড ৩-১ গোলে ৪ নং ওয়ার্ডকে পরাজিত করে। এ টুর্নামেন্টে পৌরসভার ৯টি ওয়ার্ড নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানের শুরুতে উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গীত শিল্পী ও মডেল গার্লস কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য-সঙ্গীত পরিবেশন করেন।