ads

শুক্রবার , ৩ জানুয়ারি ২০২০ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে শেরপুরে ১৬ প্রকৃতিপ্রেমীকে সম্মাননা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩, ২০২০ ৬:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ্য জীবন’-এ শ্লোগানে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও প্রকৃতি প্রেমীদের সম্মাননা জানানো হয়েছে। এ উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউণ্ডেশন এবং শেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে ৩ জানুয়ারি শুক্রবার সকালে শহরের পৌর নিউমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে স্থানীয়ভাবে প্রাণ-প্রকৃতি সুরক্ষা ও সচেতনতা সৃষ্টি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মানব উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখায় ১৬ জনকে প্রকৃতি ও জীবন ফাউণ্ডেশনের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

Shamol Bangla Ads

সম্মাননাপ্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হিরো, সাংবাদিক সুশীল মালাকার, চিকিৎসক ডা. এম. এ. বারেক তোতা, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, নারী নেত্রী মিসেস লুৎফুন্নাহার, পাখিপ্রেমী মুরারী মোহন দত্ত, শিক্ষক-গবেষক অধ্যাপক আশীষ চন্দ্র কর (বিজু স্যার), বিজ্ঞান শিক্ষক নীহাররঞ্জন দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, নার্সারী গ্রামের পথপ্রদর্শক মো. ইন্তাজ আলী, প্রান্তিক ধান গবেষক, দেশীয় জাতের ধানের জাত সংরক্ষণ ও নতুন জাত উদ্ভাবক সেন্টু হাজং, গাছপাগল উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক, প্রকৃতিপ্রেমী কবি প্রাঞ্জল এম. সাংমা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্বদানকারি সংগঠন বিডি ক্লিন শেরপুর সমন্বয়ক আল-আমিন রাজু।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন সম্মাননাপ্রাপ্তদের উত্তরীয় পড়িয়ে দেন। এ উপলক্ষে নিউমার্কেট বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও ফিরোজ আল মামুন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, মুক্তিযোদ্ধা আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হিরো, শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
সম্মাননাপ্রাপ্তরা নিজেদের অনুভুতি প্রকাশ করে বলেন, চ্যানেল আইয়ের এ উদ্যোগ প্রকৃতি সুরক্ষায় সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করবে। এর মধ্য দিয়ে তরুণ প্রজন্ম উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। পরে র‌্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে ফুলের চারা বিতরণ করা হয় এবং কেক দিয়ে আপ্যায়িত করা হয়।
উল্লেখ্য ৪ জানুয়ারি শনিবার রাজধানীর তেজগাঁও এলাকার চ্যানেল আই প্রজন্ম চত্বরে প্রকৃতি ও জীবন ফাউণ্ডেশনের আয়োজনে দিনব্যাপী চানেল আই প্রকৃতি মেলা-২০২০ অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!