স্টাফ রিপোর্টার ॥ ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে গড়বো’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মাদকবিরোধী প্রচারণা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্যালিতে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান সোহেল, পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের তুলশীমালা কম্পিউটার ল্যাব কাম ট্রেনিং সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্বজনের পরিচালক মেহের খান অপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান সোহেল।
