স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার কামারেরচর উচ্চ বিদ্যালয়, কামারেরচর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় ও ডোবারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে ওই বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
বিতরণকালে স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।