নকলা (শেরপুর) প্রতিনিধি : ২০২০ শিক্ষাবর্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার সকালে পৌর শহরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ।
এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। শিক্ষার্থীরা হাতে হাতে নতুন বই পেয়ে আনন্দিত।
