নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান বিজয় দিবস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার রাতে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত ওই ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় তানাকা-সোহেল জুটি ২-১ সেটে সৌরভ-রাজু জুটিতে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ।
