রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৯ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার ঘুষের টাকাসহ দুদকের হাতে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আটক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০১৯ ৪:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার ঘুষের ৫০ হাজার টাকাসহ দুদকের হাতে আটক হয়েছেন জেলা হিসাবরক্ষণ অফিসের এস এ এস সুপারিটেন্ডেন্ট (সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা) মোঃ ইউনুস মিয়া। ২৯ ডিসেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জেলা হিসাবরক্ষণ অফিসে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফজুর রহমানের নেতৃত্বে এক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ইউনুস মিয়া নেত্রকোনা জেলা সদরের দরুন বালিগ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি প্রায় আড়াই মাস আগে ঢাকার সিজিএ অফিস থেকে শেরপুর জেলা হিসাবরক্ষণ অফিসে বদলী হয়ে আসেন। অভিযানকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল-এর সহকারী পরিচালক আতিকুল আলমসহ স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ওই ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক হানিফ মিয়া তার দীর্ঘদিনের বকেয়া বেতনের প্রায় ১৬ লাখ টাকার একটি বিল দাখিল করেন জেলা হিসাবরক্ষণ অফিসে। ওই বিল পাশের জন্য অফিসের এসএএস সুপার মোঃ ইউনুস মিয়া তার দাবিকৃত ৩০ পার্সেন্ট ঘুষের টাকার মধ্যে এর আগে ৪০ হাজার টাকা এবং রবিবার আরও ৫০ হাজার টাকা গ্রহণ করেন। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই অফিসে অভিযান চালিয়ে টাকাসহ তাকে হাতেনাতে আটক করে দুদকের একটি দল।
এ ব্যাপারে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফজুর রহমান জানান, ওই ঘটনায় জেলা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ইউনুস মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!