নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় দরিদ্র-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে নকলা অসহায় সহায়তা সংস্থার উদ্যোগে উপজেলার জালালপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২শ শীতার্তের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান প্রধান অতিথি ও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নকলা অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল ও বিডিক্লিনের জেলা সমন্বয়ক আল আমিন রাজু। বিতরণ অনুষ্ঠানে নকলা অসহায় সহায়তা সংস্থা ও বিডিক্লিনের সদস্যসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।