স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।
প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার এবং উপজেলা ভাইস-চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, রফিক মজিদ প্রমুখ।
পরে প্রধান অতিথি সকলকে নিয়ে বৈশাখী টেলিভিশনের ১৫ বছরে পদার্পণের কেক কাটেন। ওইসময় জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।