ময়মনসিংহ প্রতিনিধি ॥ পিবিআই জামালপুরের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও পিবিআই ময়মনসিংহের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার সীমা রাণী সরকারের দিক-নির্দেশনায় প্রায় ২ বছর আগে অপহৃত হওয়া শিশুকে উদ্ধার করেছে পিবিআই। ২৫ ডিসেম্বর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে তারাকান্দা থানার পশ্চিম তালদিঘী গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে আনারুলের (২০) বাড়ি হতে ১১ বছরের অপহৃত শিশু হৃদয় মিয়াকে উদ্ধার করে।

পিবিআই জামালপুরের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও পিবিআই ময়মনসিংহের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, অপহৃত শিশু হৃদয় মিয়া (১১) ২০১৮ সালের ২৮ মার্চ তার নিজ বাড়ি দুর্গাপুর থানাধীন শুকনাকুড়ি গ্রাম থেকে নিখোঁজ হয়। পরে অপহৃতের পিতা মোঃ শহিদ মিয়া বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ দীর্ঘ ১ বছর ৩ মাস মামলাটি তদন্ত করে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। পরে অপহৃতের পিতা শহিদ মিয়া থানা পুলিশের তদন্তে নারাজীর আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই ময়মনসিংহকে নির্দেশ প্রদান করেন। পিবিআই ময়মনসিংহ গত এ বছরের ১ নভেম্বর মামলাটি প্রাপ্তির পর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল কাশেম সন্ধিগ্ধ আসামী আনারুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পরে স্বল্প সময়ের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামী আনারুলের বাড়ি হইতে দীর্ঘ দিনের অপহৃত ভিকটিম হৃদয় মিয়াকে উদ্ধার করতে সক্ষম হয়। মামলার তদন্ত অব্যাহত আছে।
