শ্যামলবাংলা ডেস্ক : ভারতে ইসলামবিদ্বেষী নাগরিকত্ব আইন বাতিল দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘দাবাং থ্রি’ সিনেমা। এতে ছবির আয়েও প্রভাব পড়েছে বলে জানা গেছে। গত এক সপ্তাহ ধরে ভারতের তিন হাজার স্ক্রিনে চলছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমাটি। ভারতের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সালমানের অন্যান্য ছবির মতো সাড়া না ফেললেও এই এক সপ্তাহে ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে দাবাং থ্রি। গত শুক্রবার মুক্তি পাওয়া এই সিনেমাটি এখন বক্স অফিস কাঁপাচ্ছে।
সালমান খানের প্রযোজনা সংস্থার অফিশিয়াল টুইটার পেজ থেকে জানানো হয়েছে, সালমানের ১৫তম সিনেমা হিসেবে শতকোটির মাইলফলক স্পর্শ করল ‘দাবাং থ্রি’। বলিবাবল জানিয়েছে, মুক্তির দিনই ছবিটি আয় করেছে ২৪ কোটি রুপি। তৃতীয় দিনে ছবিটির মোট আয় ৭৫ কোটি রুপি। চতুর্থ ও পঞ্চম দিনে ভালো ব্যবসা করে ছবিটি। বড়দিনের ছুটিতেও ভারতের বিভিন্ন সিনেমাহলে দর্শকের লাইন দেখা গেছে। সব মিলিয়ে এই এক সপ্তাহে দাবাং থ্রির আয় দাঁড়িয়েছে ১০৩.৮৫ কোটি রুপি।
২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং। এ ছবি দিয়ে শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহার অভিষেক ঘটে। সালমানের বিপরীতে প্রথম ছবিতে কাজ করেই বাজিমাত করেন সোনাক্ষী। এর পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।
ছবির প্রধান চরিত্রে পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড কারখানা দেখেছেন সিনেদর্শক, যা দর্শক হৃদয়ে আনন্দ দেয়। ব্লক বাস্টার হিট হয় দাবাং। সেই সফলতার দিকে তাকিয়ে এর পর দাবাং টু নির্মাণ করেন সালমান খানের ভাই আরবাজ খান। সে ছবিও ব্যবসা সফল হয়। এবার সালমান খানকে সঙ্গে নিয়ে প্রভুদেবার পরিচালনায় নির্মিত হলো দাবাং থ্রি। হিন্দি ভাষার পাশাপাশি কন্নড়, তামিল ও তেলেগুতেও ডাবিং করা হয়েছে ছবিটি।
‘দাবাং থ্রি’ তে চুলবুল পাণ্ডের এই দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হয়ে ওঠার নেপথ্যের কাহিনিটি দেখানো হয়েছে। এই ছবিতেও সালমানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষি সিনহা। আরও রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না। ছবিটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করছেন কিচ্চা সুদীপ।