শ্যামলবাংলা ডেস্ক : ফিলিপাইনে টাইফুনের আঘাতে কমপক্ষে ১৬ জন মারা গেছেন। স্থানীয় সময় বুধবার বড়দিনে ১৯৫ কিলোমিটার গতিতে ফিলিপাইনের মধ্যাঞ্চলে ‘ফানফোনে’ নামের এ টাইফুনটি আঘাত হানে। ওই ঝড়ে ফিলিপাইনের মধ্যাঞ্চলের প্রত্যন্ত গ্রাম এবং কিছু পর্যটন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর গার্ডিয়ানের ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবারও বিদ্যুৎবিহীন আছে এসব এলাকা। নেই মোবাইল নেটওয়ার্কও।
ফিলিপাইনের মধ্যাঞ্চরের কয়েকটি গ্রাম ও শহরে ১৬ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ সংস্থার কর্মকর্তারা।একজন কোরিয়ান পর্যটক টাইফুনের ঝড়ের সময় ফিলিপাইনের ক্যারিবোর বিমানবন্দরে আটক পড়েছিলেন। তিনি এএফপি’কে ঝড়ের ছবি সরবরাহ করেন এবং বলেন, ঝড়ে বিমানবন্দরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।